সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আ.লীগের লোকজনকে বিএনপি কমিটিতে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন, ভাঙ্গুড়ার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি’র নতুন কমিটি বাতিলের দাবি ত্যাগী নেতাদের

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঘোষিত আহ্বায়ক কমিটিতে দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামে যুক্ত ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ সমর্থক ও পারিবারিকভাবে সম্পৃক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আইনুল হক, ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান।

বক্তারা অভিযোগ করেন, আব্দুল মান্নানের স্বাক্ষর নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তার অনুমোদন ছাড়াই ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি উপজেলা বিএনপির কাছে জমা দেওয়া হয়েছে। এসব কমিটি রাতের আঁধারে গোপনে গঠন করা হয়েছে আওয়ামী লীগপন্থি ব্যক্তিদের নিয়ে। এ কারণে অবিলম্বে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।
তারা আরও অভিযোগ করেন, নতুন আহ্বায়ক দীর্ঘদিন জামায়াত ও আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন এবং সদস্য সচিবও অতীতে ছাত্রলীগের নেতাদের সঙ্গে ব্যবসায়িকভাবে সম্পৃক্ত ছিলেন। অথচ এরা কখনো বিএনপি’র কোনো কর্মসূচিতে সক্রিয় ছিলেন না। এতে দীর্ঘদিন মামলা-হামলা ও জেল-জুলুম সয়ে সংগঠনকে টিকিয়ে রাখা ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে। ফলে নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং যেকোনো সময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এর আগে শতাধিক মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিলো যাতে বিতর্কিত আহ্বায়ক ও সদস্য সচিবকে বহিষ্কার করে কমিটি সংস্কার করতে হবে। কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, উপজেলা বিএনপি যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সংগঠনের সংকট থেকে উদ্ভূত যে কোনো সংঘাতের দায় উপজেলা বিএনপিকেই বহন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর