পাবনা-৩ ( চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাজারে গণসংযোগে অংশ নেন।
এ সময় তিনি স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির নীতি-আদর্শ তুলে ধরে আসন্ন নির্বাচনে দলটির পক্ষে সমর্থন চান। গণসংযোগে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা বলেন, কে এম আনোয়ারুল ইসলাম অতীতে এলাকায় শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই তাঁকে নিয়ে জনগণের মধ্যে ব্যাপক প্রত্যাশা রয়েছে।
গণসংযোগ কালে চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল হামিদ, হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ সোহেল রানা, হান্ডিয়াল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকিরুল ইসলাম, হান্ডিয়াল ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু কাশেম মেম্বার
এ গণসংযোগে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সিনি: সহ সভাপতি আলো মাস্টার, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিলচলন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রনি হোসাইন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির পাশাপাশি সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।