সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

মাদক, কিশোর গ্যাং ও হানি ট্যাপের বিরুদ্ধে চাটমোহর পৌর বিএনপির অবস্থান

রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ

চাটমোহর পৌর এলাকায় সম্প্রতি মাদক, কিশোর গ্যাং ও হানি ট্যাপের মতো সামাজিক ব্যাধি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চাটমোহর পৌর শাখা দৃঢ়ভাবে ঘোষণা করছে যে মাদক ব্যবসা, মাদক সেবন ও এর সাথে জড়িত যে কোনো চক্রকে সামাজিকভাবে বর্জন করতে হবে।

কিশোর গ্যাং সংস্কৃতি আমাদের তরুণ প্রজন্মকে বিপথে চালিত করছে; আমরা এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ দাবি করছি।

হানি ট্যাপ ও ডিজিটাল ব্ল্যাকমেইলিং সমাজে অশান্তি সৃষ্টি করছে; এই অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।

আমরা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি— অবিলম্বে চাটমোহর পৌর এলাকা থেকে মাদক, কিশোর গ্যাং ও হানি ট্যাপ সিন্ডিকেট নির্মূলের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। পাশাপাশি সর্বস্তরের জনগণকে এ বিষয়ে সচেতন হওয়ার এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।- খবর বিজ্ঞপ্তি।

শুক্রবার ২৯ শে আগষ্ট চাটমোহর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাজুলের স্বাক্ষরিত এক খবর বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর