পাবনার চাটমোহরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তি পরীক্ষায় এক শিক্ষার্থীকে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, চাটমোহর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা: আফিয়া মোবাশশিরা তোবাকে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, তার মেয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। অথচ একই শ্রেণির অন্য শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।
আফিয়ার পিতা মো: মাসুদ রানা বলেন, এভাবে বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্ষতি গ্রস্ত হবে। বিষয়টি পুনর্বিবেচনার মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেওয়ার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইমা শাহরিন অভিযোগ অস্বীকার করে বলেন, “আফিয়া মোবাশশিরা তোবা নামের কোনো ছাত্রী আমার প্রতিষ্ঠানে ভর্তি হয়নি। সে অন্য প্রতিষ্ঠানের ছাত্রী। তাই আমার প্রতিষ্ঠান থেকে তাকে পরীক্ষা দেওয়ানো সম্ভব নয়।”
এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”