আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনে ধানের শীষের প্রাথমিক মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী প্রচারণা উপলক্ষে চাটমোহরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার বোঁথরে তুহিনের বাস ভবনে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, “বিএনপির লক্ষ্য শুধু ক্ষমতায় যাওয়া নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। দেশের গণতন্ত্র আজ গুরুতর সংকটে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই গণতন্ত্র পুনরুদ্ধার করবো। পাবনা-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটি আমাকে ধানের শীষের প্রাথমিক মনোনীত প্রার্থী করেছেন। দলের চূড়ান্ত মনোনয়ন ও আমিই পাবো এবং আমি জনগণের প্রার্থী হিসেবে মাঠে থেকে বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ।”
ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোকের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মুজ্জাহিদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন। ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আ: আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খান, উপজেলা বিএনপির নেতা নূরুল ইসলাম বরাত।
বক্তারা বলেন, সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দলের পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
এসময় আরোও উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা যুবদলের সভাপতি মো. ফরিদ হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি আখেরুজ্জামান মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরকার হুমায়ন আহম্মেদ মুন, সদস্য সচিব লিখন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের এস এম হুমায়ুন কবির, কলেজ ছাত্রদলের সভাপতি বাইজিদ বোস্তামি, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ভাঙ্গুড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান জুড়ে নেতাদের উচ্ছ্বাস ও স্লোগানে প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।