পাবনার ঈশ্বরদীতে পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য ও মৌবাড়ি, ঠাকুরবাড়ি বারোয়ারী মন্দির পরিচালনা কমিটির সমাজ কল্যাণ সম্পাদক এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের ঈশ্বরদী উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক শ্রী মিলন কুমার দাস এর গর্ভধারিনী মাতা সাবিত্রী রানী দাস (৭৫) শনিবার (২৩ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটের সময় ঢাকার বিআরবি হাসপাতালে পরলোক গমন করেছেন।
শ্রী মিলন কুমার দাসের মাতা সাবিত্রী রানী দাসের পরলোক গমন করায় পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক দেব দুলাল রায়, ঈশ্বরদী মৌবাড়ি ও ঠাকুরবারি বারোয়ারী মন্দির পরিচালনা কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রাজেশ সরাফ, সাংগাঠনিক সম্পাদক ও হিন্দু মহাজোটের পৌর শাখার সভাপতি গোবিন্দ চৌধুরী, ঈশ্বরদী পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আব্দুল্লাহ রউফ আব্দুল, মৌবাড়ি ও ঠাকুরবারি বারোয়ারী মন্দির কমিটির বার্ষিকী সম্পাদক শ্যাম আগারওয়াল বিকি সহ আরও অনেকে।