পাবনার গণমানুষের নেতা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডঃ শামছুর রহমান শিমুল বিশ্বাসের দ্রুত সুস্হতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চাটমোহর মডেল মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে । পাবনা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম আনোয়ারুল ইসলামের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, চাটমোহর মডেল মসজিদ, কুমারগাড়া জামে মসজিদ, বোয়াাইলমারী জামে মসজিদ সহ উপজেলার ফৈলজানা,মথুরাপুর ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে শামসুর রহমান শিমুল বিশ্বাসের দ্রুত সুস্থতার জন্য সকলে দোয়া করেন। এদিকে অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন সাবেক এমপি ও পাবনা-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলাম।