বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় স্বামীর অমানুষিক নির্যাতনে স্ত্রীর আত্ন*হ*ত্যা

পাবনা প্রতিনিধি: 
আপডেট সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১১:৩৮ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়ায় পাষন্ড স্বামী সজীব মিয়ার অমানুষিক নির্যাতন সইতে না পেরে স্ত্রী শাকিলা খাতুন(২৮) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান রতন মোল্লা।
নিহত শাকিলা খাতুন চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের দুবলাপাড়া গ্রামের শাহাদুল ইসলাম ও মৃত আয়শা খাতুন মেয়ে।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার ২৩ আগষ্ট বিকাল পৌনে পাঁচটার দিকে রায়পুর গ্রামে।
পুলিশ ও নিহত পরিবার সুত্রে জানা গেছে,  উপজেলার দেবোত্তর ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে সজীব মিয়ার সাথে বছর তিনেক আগে বিয়ে হয় চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের দুবলাপাড়া গ্রামের শাহাদুল ইসলামের মেয়ে শাকিলা খাতুনের।
সংসার জীবন স্বামী স্ত্রীর মধ্যে মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকত। একপর্যায় ঘটনার দিন বিকালে স্বামী সজীব মিয়া স্ত্রী শাকিলা খাতুনকে বেধরক মারপিট করে ঘরে আটকিয়ে রেখে পালিয়ে যায়।
পরে বাড়ির লোকজন শাকিলা খাতুনের কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
এবিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  অভিযোগ পেলে দোষি ব্যক্তির ৃবিরুদ্দে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর