কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশনা মোতাবেক দীর্ঘদিন পর পাবনার আটঘরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ ২৩ আগষ্ট শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে আলোচনা সভায় সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হককে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-যুগ্না আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আহসান আলী, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সিদ্দিকী যুদ্ধহত, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সদরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমিটির আহবায়ক শামসুল আলম, আটঘরিয়া উপজেলা যুদ্ধকালিন কমান্ডার আনোয়ার হোসেন রেনু প্রমুখ।
এসময় ভারতীয় প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রেনু, আলী আশরাফ, শাজাহান আলী, মোজাফফর আলী, জহুরুল হক, হযরত আলী, ইউনুস আলী, কাজী জহুরুল ইসলাম, মোতালেব হোসেন, ছকির উদ্দিন, আহসান আলী,
রিয়াজ উদ্দিন, সুলতান মাহমুদ, মোহাম্মদ আলী, মকবুল হোসেন, জাহাঙ্গীর আলম উল্লেখিত মুক্তিযোদ্ধাগণ সর্বসম্মতিক্রমে উপরোক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে আটঘরিয়া উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডারের এডহক কমিটি গঠন করা হয়।