বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনার গণ মানুষের নেতা অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা ও রোগ মুক্তি কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর পাবনা জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মো. মতিয়ার রহমান হীরার উদ্যোগে পাবনা ঘোড়া স্ট্যান্ডে অবস্থিত বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মো. মতিয়ার রহমান হীরার সভাপতিত্বে দোয়া মাহফিলের পূর্বে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, আতাইকুলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ ডা. আব্দুস সালাম প্রমূখ। আলোচনা শেষে অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. জাহাঙ্গীর।
এ সময় যুবদল নেতা কামাল বিশ্বাস, জাহাঙ্গির আলম, বকুল, জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারহানা পারভীন, সদর উপজেলা মহিলা দলের সহ-সম্পাদক সুবর্ণ হালিম, হেমায়েতপুর ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী আরিফা খাতুন, মহিলা দলনেত্রী সোহানা শিল্পী, মুক্তি বিশ্বাস, নিলা খাতুন, রুমাসহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।