সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

চাটমোহরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ

পাবনার চাটমোহরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় চাটমোহর বাজারের স্টার মোড় এলাকায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তার আগে চাটমোহর জিরো পয়েন্ট থেকে একটি র্যালী বের হয়ে স্টার মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ও সদস্য সচিব আসাদুজ্জামান লেবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান নয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক এস এম আদনান, পৌর যুব দলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন, বিলচলন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রনি হোসাইন।

এছাড়াও সিনিয়র যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম, যুগ্ম মহবায়ক নাহিদ হাসান, যুগ্ম আহবায়ক মিলন মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খায়রুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাকিল, যুগ্ম আহবায়ক জেড ইসলাম প্রমুখ।

এ সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর