বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে জেলা কার্যালয় থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় পাবনা জেলা নেতা -কর্মী,বিভিন্ন উপজেলার নেতা -কর্মী উপস্থিত ছিল । এছাড়া শোভাযাত্রায় ভাঙ্গুড়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের কর্মী রানা আহমেদ দুলু এর নেতৃত্বে ভাঙ্গুড়া থেকে প্রায় অর্ধ শতাধিক কর্মী নিয়ে যোগদেন।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা স্বাধীনতা চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব কমল শেখ টিটু সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। অনুষ্ঠান শেষে জাতির উদ্দেশ্যে দোয়া করা হয়।