সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ঈশ্বরদীতে রেললাইন পাড় হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ঠসা সেলিমের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৯:৫৬ পূর্বাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে রেললাইন পাড় হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো মো. সেলিম ঠসা (৫৩) নামে এক ব্যক্তির।  সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌর শহরের লোকোসেড রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম ঠসা পৌর শহরের পূর্ব টেংরি কদমতলা এলাকার মো. রমজান বসাকের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ঠসা সেলিম লোকোসেড রেললাইন পাড় হতে ছিলো এসময় রাজশাহী-ঢাকাগামী মধুমতি ট্রেন একাধিকবার হর্ণ বাজানোর পরেও তিনি লাইন থেকে সরে দাঁড়ায়নি। পরে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ডান হাত ও ডান পাঁ কেটে যায়। পরে ওই এলাকার স্থানীয় লোকজন উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সেলিম ঠসার পারিবার ও স্বজনরা জানান, তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে কোথায় গিয়েছিলো জানা ছিলো না। ১২টার পর জানতে পারি তিনি ট্রেন দূর্ঘটনায় হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়েছে। তিনি কানে শুনতে না পাওয়ার কারণে এ ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) (ওসি) মো. জিয়ার রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না পাওয়াই আইনি প্রক্রিয়া শেষে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর