সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আটঘরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন র্র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ

“অভয়শ্রম গড়ে তুলব, দেশি মাছে দেশ ভরি “এই স্লোগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ আগষ্ট সোমবার সকালে আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে একটি র্র্যালি বের হয়ে দেবোত্তর বাজারেন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম।
আটঘরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম।
মৎস্যজীবিদের মধ্যে বক্তব্য রাখেন ফজলুর রহমান, আবু তাহের।
উপজেলা প্রকৌশলী কর্মকর্তা বাকী বিল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন,আইটিসি কর্মকর্তা রোকনুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবীর কুমার দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা একরামুল বারি দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: বাবুল করিম সহ মৎস্য জীবিরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন জানান,আটঘরিয়া উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এরা হলেন  মাজপাড়া এলাকার রাখিদ মৎস্য খামার মালিক লিয়াকত আলী খান বর্তমানে ১০ টি পুকুরে বড় মাছচাষ করে বাৎসরিক  প্রায় ৮.৯০মে: ট:বড় মাছ উৎপাদন,  কর্মসংস্থান ও দেবোত্তর এলাকার শফি উদ্দিন ৬টি পুকুরে পোনা ও কাঁপ মাছচাষ করে বাৎসরিক প্রায় ৮.২ লাখ হেক্টর পোনা মাছ উৎপাদন এবং কার্প জাতীয় মাছের মিশ্রচাষের মাধ্যমে বাৎসরিক প্রায়  ৮.৫০ মে. ট. হেক্টর মাছ উৎপাদন এবং চরশ্রীপুর স্কুল পাড়া মৎস্য জীবি সমবায় সমিতি লিঃ কর্তৃক উন্মুক্ত জলাশয়ে দেশিয় মাছ সংরক্ষণ ও উৎপাদন করে কর্মসংস্থাস সৃষ্টি ও আমিষের চাহিদা পুরণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ১৮-২৪ আগষ্ট পর্যন্ত চলবে। পরিশেষ শেষে উপজেলা চত্বর পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর