সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।

সোমবার (১৮ আগস্ট) সকালে ভাঙ্গুড়া পৌর পার্কে মাছ অবমুক্ত করার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ নাজমুন নাহার। এ সময় তিনি বলেন, দেশি মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জীব বৈচিত্র্য রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণে অভয়াশ্রম গড়ে তোলা অত্যন্ত জরুরি। সরকারের এই উদ্যোগ সফল করতে প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোছাঃ নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, মৎস্য কর্মকর্তা মোঃ আলী আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামিম হাসান প্রমুখ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সফল মৎস্য চাষি শাহিনুর রহমান শাহীন, সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ আবু সায়েম, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল রানা প্রমুখ।

বক্তারা বলেন, সঠিকভাবে অভয়াশ্রম গড়ে তোলা গেলে দেশি মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত হবে। এতে শুধু দেশীয় প্রজাতির টিকে থাকা নয়, বরং বাজারে দেশি মাছের প্রাচুর্য তৈরি হবে। ফলে আমিষের ঘাটতি পূরণসহ দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে। বক্তারা মৎস্য সম্পদ রক্ষায় জনগণের অংশগ্রহণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ দুইজন মৎস্য চাষি ও খামারিকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, সফল মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর