সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

চাটমোহরে আনন্দমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১০:১৪ অপরাহ্ণ

পাবনার চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে চাটমোহর পূজা উদযাপন পরিষদ।

শনিবার (১৬ আগস্ট) সকালে চাটমোহর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৈতন্য দত্তর সঞ্চালনায় পৌর সদরের দোলবেদী তলায় অবস্থিত রাধাবল্লব মন্দির প্রাঙ্গণ সহ বিভিন্ন মন্দির ও আশ্রমে পূজা-অর্চনা, নামসংকীর্তন, গীতাপাঠ, ধর্মীয় আলোচনা এবং ভক্তিমূলক সংগীত পরিবেশনের মাধ্যমে এ উৎসব পালিত হয়। মুল অনুষ্ঠান শুরু হয় বিকাল থেকে।

দিনব্যাপী উপজেলার বিভিন্ন মন্দিরে ভক্ত-অনুরাগীদের ব্যাপক সমাগম দেখা যায়। ভোর থেকে শুরু হওয়া পূজা-অর্চনা চলে রাত অবধি।

জন্মাষ্টমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণগুলোতে আলোকসজ্জা ও ধর্মীয় পতাকায় সাজানো হয়। এ উপলক্ষে শোভাযাত্রারও বের করা হয়, যেখানে ভক্তরা শ্রীকৃষ্ণের মহিমা ও শিক্ষা তুলে ধরে স্লোগান দেন। পরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাবনা ৩ এলাকার সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা কে এম আনোয়ারুল ইসলাম, এএসপি সার্কেল (চাটমোহর) আরজুমা আক্তার, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুরুল আলম, বাংলাদেশ জামাতে ইসলামী চাটমোহর পৌর শাখার আমির মাওঃ শহিদুল্লাহ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল সহ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ সত্য, ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত। তাঁর শিক্ষা মানবকল্যাণে সর্বজনীন ও চিরন্তন।

স্থানীয় প্রশাসন ও পুলিশ মন্দিরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে, ভক্তদের নির্বিঘ্নে উৎসব পালন করতে ব্যবস্থা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর