ঠাকুরগাঁও হরিপুর কাঁঠালডাঙ্গী কৃষি কলেজ শাখার ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। মোঃ শাহাজালাল কে সভাপতি ও শাহনেওয়াজ হোসাইন কানন কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।বৃহস্পতিবার (১৪) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো কায়েস ও যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক রেজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
নতুন কমিটির সভাপতি শাহাজালাল বলেন বলেন, “আমাকে কলেজ শাখার ছাত্রদলের সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি,সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল ও হরিপুর উপজেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। দোয়া রাখবেন যাতে এই কলেজটিকে ছাত্রদলের দূর্গ হিসাবে গড়ে তুলতে পারি শিক্ষার্থীদের পাশে যেন থাকতে পারি।