পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীব্রত পালন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কেন্দ্রীয় কালীবাড়ীর আয়োজনে শোভাযাত্রাটি উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় কালীবাড়ীতে আলোচনা সভায় মিলিত হয়। কেন্দ্রীয় কালীবাড়ী পরিচালনা কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ণ শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, নাগরপুর বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, কেন্দ্রীয় কালীবাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রামেন্দ্র সুন্দর বোস, পুজা উদযাপন পরিষদের সভাপতি শিব শংকর সূত্রধর, সাধারন সম্পাদক প্রভাষ চক্রবর্তী, সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. লিয়াকত হোসেন। এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।