বিদেশে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঈশ্বরদী পৌর ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী মোঃ আবির হাসান শৈশবকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ আবির হাসান শৈশব ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত। ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা মামলার আসামি মোঃ আবির হাসান শৈশব। এতদিন পলাতক থাকার পর বিদেশে পালানোর চেষ্টা করছিলেন তিনি। মো. মনিরুল ইসলাম আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা বিমানবন্দর এলাকায় ফাঁদ পাতি। ইমিগ্রেশনে ঢোকার সময়ই তাকে গ্রেফতার করা হয়। পরে রাতেই ঈশ্বরদীতে নিয়ে আসা হয়েছে। জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঈশ্বরদী রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। ওই ঘটনায় আহত মো. নজরুল ইসলাম নামে এক ব্যক্তি থানায় গিয়ে মামলা করেন। মামলার কয়েকজন আসামি আগেই গ্রেপ্তার হলেও ছাত্রলীগের নেতা মোঃ আবির হাসান শৈশব এতদিন ধরাছোঁয়ার বাহিরে ছিলেন। উল্লেখ্য, ছাত্রলীগ নেতা মোঃ আবির হাসান শৈশব ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালের একান্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠ সহচর ছিলেন। তার ছত্রছায়ায় পতিত আওয়ামী লীগ সরকারের আমলে মোঃ আবির হাসান শৈশব বিভিন্ন জনকে মারধর, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাটের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।