বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার উদ্যোগে প্রতিটি ভোট কেন্দ্রের ‘বুথ ভিত্তিক পোলিং এজেন্ট’-এর দায়িত্ব ও কর্তব্য শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিন সুমনের সঞ্চালনায় আজ শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) সকাল ৬:৫০ ঘটিকায় সগড়া মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনের নির্বাচন পরিচলক মাওলানা মোশারফ হোসাইন লোকমান, বিশেষ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন সদর উপজেলা নায়েবে আমীর ও উপজেলা নির্বাচন বিভাগের সভাপতি মোঃ নূর উদ্দিন, সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী জনবান্ধব দল। অতীতের সকল গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করে জনগণের সেবায় নিয়োজিত ছিল এবং বর্তমানেও আছে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে এদেশের মানুষ জামায়াতে ইসলামীকেই বেচে নেবে ইনশাআল্লাহ।” এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক।
এ সময় প্রশিক্ষণার্থীদের ভোট কারচুপি ও জাল ভোট প্রতিহত করা, ভোট কেন্দ্রে বিভিন্ন অনিয়ম রোধে করণীয় এবং দক্ষতার সাথে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন ইত্যাদি বিষয়ে ভোট কেন্দ্রে বিভিন্ন বুথ ভিত্তিক প্রায় দুই শতাধিক পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়া হয়।