মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

ই-পেপার

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানালেন মোঃ জাকারিয়া পিন্টু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আজ ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার এ ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া পিন্টুর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় গণতন্ত্রের বিকাশ এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি সবসময় আপোসহীন ভূমিকা পালন করেছেন। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবন থেকে আমরা প্রেরণা ও সাহস পাই। আজকের এই দিনে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করছি সেই সাথে দেশনেত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। তিনি আরও বলেন, “গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ত্যাগ, তা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দলসহ সকলে তাঁর আদর্শকে ধারণ করে রাজপথে সংগ্রাম চালিয়ে যাবো এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বাত্মক ভূমিকা পালন করবো ইনশাল্লাহ। উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। তাঁর জন্মদিন উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর