সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

রাণীনগর রেলওয়ে স্টেশনের শতবর্ষপূর্তি উদযাপন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১:২৬ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আনন্দ র‌্যালি করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের ব্যবস্থাপনা ও সামাজিক সংগঠন রাণীনগর রাইডো আনন্দ র‌্যালিসহ নানা কর্মসূচি পালন করে।

এদিন সকাল সাড়ে ১০টায় রাণীনগর স্টেশন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। শুরুতেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল রাণীনগর রেলওয়ে স্টেশনের ইতিহাস উন্মোচন, ছবি প্রদর্শনী, আলোচনা সভা, সন্মাননা স্মারক ও পুরষ্কার প্রদান।

রাণীনগর রাইডো’র শিক্ষক উপদেষ্টা দেওয়ান মতিউর রহমানের সভাপতিত্বে ও রাইডো’র সদস্য কাজী ইসতিয়াক আমিন বিশালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান।

রাণীনগর রেলওয়ে স্টেশনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধা, রাণী এনজিও’র প্রধান নির্বাহী ফজলুল হক খাঁন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, রাণীনগর রাইডো’র প্রতিষ্ঠাকালীন সদস্য ডা. মো. রুমন হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর