ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেন (৩০) কে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ। ঘটনাটি ঘটেছে ঘটেছে গত বুধবার বিকাল উপজেলার দেহট্র গ্রামে। কারাদন্ড প্রাপ্ত আনোয়ার ওই গ্রামের তোসলিম উদ্দিনের ছেলে। জানা যায় মঙ্গলবার রাতে ছেলে আনোয়ার হোসেন মাদকাসক্ত অবস্তায় পারিবারের লোকজন ও স্থানীয়দের সাথে খারাপ আচরন করে শান্তি বিনষ্ট করে। এতে মা বাধ্য হয়ে বৃধবার সকালে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করে। হরিপুর থানার অফিসার ইনিচার্জ জাকারিয়া মন্ডল বলেন,মায়ের অভিযোগ পেয়ে ছেলে আনোয়ার হোসেন কে আটক করি এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকাসক্ত অবস্তায় পারিবারিক ও স্থানীয় শান্তি বিনষ্টের অপরাধে দোষী সাব্যস্ত হলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করলে আসামি আনোয়ার হোসেন কে সন্ধ্যায় ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে