ঠাকুরগাঁওয়ের হরিপুরে সিগেন রায় (৫৫) নানে এক ব্যাক্তি তার বাড়ির সীমান প্রাচীরের পিলারের রডের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আন্তহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে হরিপুর উপজেলার ৬নং ভতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও গ্রামে মৃত সিগেন রায়ের বাড়িতে। সে ওই গ্রামের মৃত মনিরামের ছেলে। স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা যায় সিগেন রায় দীর্ঘ দিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন । ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান সরকার মৃতের বিষয়টি নিশ্চিত করেন। হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে । অভিযোগ পেলে আইন গত ব্যবস্তা নেওয়া হবে।