কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
গতকাল বুধবার (১৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ) দুপুরবেলা থেকে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন শাখার ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থী আব্দুর রহমান পিয়েল (২৬), এগারসিন্দুর ইউনিয়ন শাখার যুবলীগ সহ-সভাপতি মোঃ কাউসার মেম্বার (৩৮), এগারসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগ শাখার সভাপতি মোঃ মাহমুদ হাসান মাছুম (৩০), নারান্দী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ কাজল মিয়া (৩৮), সুখিয়া ইউনিয়ন শাখা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম স্বপন সরকার (৫৬) এবং উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া (৫৫)।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫খ্রিস্টাব্দ) দুপুরে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেন জানান, গত বছরের ২০ জুলাই ও ৪ আগস্ট পাকুন্দিয়া সদর বাজারে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহতদের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ঐ মামলায় আসামীরা জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।