পাবনার আটঘরিয়া উপজেলার ধলেশ্বর লহির প্রামানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ” আরাফাত রহমান কোকো কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ উন্মোচন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস মন্টু।
মঙ্গলবার ১২ আগস্ট সন্ধ্যা রাতে আরাফাত রহমান কোকো কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান মিলন।
শুরুতেই আরাফাত রহমান কোকো কল্যাণ পরিষদের প্রধান উদ্যোক্তা স্বাগত বক্তব্য রাখেন আরমান হোসেন রিপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: জাহিদুল ইসলাম, ৯ নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর সবুর, ৯ নং ওয়াড যুব দলের সাধারণ সম্পাদক আরজু।
উক্ত পরিষদের সদস্য নাইম, রায়হান, আরজু,রাসেল,, মতিন,সজীব বিপুল সহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্র নেতা নাঈম হোসেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলী জিন্নাহ। পরিশেষে আরাফাত রহমান কোকো কল্যাণ পরিষদের সদস্যদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়।
এসময় আরাফাত রহমান কোকো কল্যাণ পরিষদের প্রধান উদ্যোক্তা আরমান হোসেন রিপন বলেন, সমাজের উন্নয়ন, মানুষের কল্যাণে কাজ করা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা।
সমাজের বিভিন্ন সমস্যা সমাধান করে দারিদ্র্য নিরক্ষরতা, স্বাস্থ্য সমস্যা ও পরিবেশ দূষণ রোধ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, খাদ্য, বস্তু, বাসস্থান,চিকিৎসা সহায়তা প্রদান করা।
বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা রক্তদান প্রদান করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, যুব সমাজকে বিভিন্ন সেবামূলক কাজে উৎসাহিত করা এবং মাদক দূর্ণীতি সম্পর্কে সবাইকে সচেতন করা।
এবং আরাফাত রহমান কোকো কল্যাণ পরিষদের সদস্যদের মধ্যে রাজনৈতিক ইক্য এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি পারষ্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধি করা।