পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫খ্রিঃ উপলক্ষে মঙ্গলবার “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”, Youth Advancing Multilateral Cooperation, Through Technology and Partnerships এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে পাকুন্দিয়ায় উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫।
উপজেলা বিভিন্ন যুব সংগঠকবৃন্দের অংশগ্রহণে একটি সুসজ্জিত র্যালি বের হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাকুন্দিয়া উপজেলা হল রুমের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাহ হোসেন প্রধান অতিথির স্বাগত বক্তব্য বলেন, যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার। জুলাই গণঅভ্যুত্থানের মতো বৈষম্য ও অন্যায়ের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী যুব সমাজকে যুব উন্নয়ন অধিদফতর আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানবসম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছে। তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠন ভিত্তিক স্বেচ্ছা সেবামূলক কাজে যুবদের সম্পৃক্ত করতে হবে।
আলোচনা শেষে যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ, সফল আত্মকর্মী এবং সফল যুব সংগঠকদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-ই-আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহজাহান, ওয়াইপিএজি উপজেলা শাখার প্রধান কর্মকর্তা মোঃ আক্তার হোসাইন ও সদস্য বৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন ওয়াইপিএজি সংস্থা, পাকুন্দিয়া উপজেলা শাখা, কিশোরগঞ্জ।