শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

ই-পেপার

ডেঙ্গুতে আক্রান্ত টাঙ্গাইল-৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. হামিদ

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১১:১৮ অপরাহ্ণ

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডা. এ. কে. এম. আব্দুল হামিদ বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিজের গড়া প্রতিষ্ঠান ধলেশ্বরী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কয়েকদিন যাবত জ্বর, দুর্বলতা ও অন্যান্য উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা করানো হয় এবং রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে। বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন এবং তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানা গেছে।
ডা. এ. কে. এম. আব্দুল হামিদ নাগরপুর-দেলদুয়ার এলাকার একজন পরিচিত মুখ। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি ইসলামী রাজনীতিতে সক্রিয় এবং বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের সাথে জড়িত। তার এই আকস্মিক অসুস্থতায় স্থানীয় জনগণ, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ বিরাজ করছে।
এমতাবস্থায়, পরিবার ও দলের পক্ষ থেকে সকলের কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।
 হে আল্লাহ! আপনি তাঁকে এমন আরোগ্য দিন, যাতে কোনো অসুস্থতা অবশিষ্ট না থাকে।
নাগরপুর-দেলদুয়ারবাসীসহ সর্বস্তরের জনগণের নিকট তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর