সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয়া সচেতনতা ও বিনামূল্যে স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সেল অ্যান্ড জিন ক্লাব, বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে এবং বায়ো-টেড-এর সহযোগিতায় অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমেরিটাস ড. হোসেন রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, বায়োমেডিকেল সায়েন্স অনুষদের ডিন এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের ড. মেজবাহউদ্দিন।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়ো-টেড-এর নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সৌগতুল ইসলাম।
আলোচনা পর্ব শেষে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও আগ্রহী অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট পরিচালনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ামুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।