বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হ*ত্যা*র প্রতিবাদে নান্দাইলে সাংবাদিকদের মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ণ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের নান্দাইলে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বেলা ১২টায় নান্দাইল উপজেলা উপজেলার সামনে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়াে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক  মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক ও দৈনিক কালবেলা’র উপজেলা প্রতিনিধি হান্নান মাহমুদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, সাংবাদিক শামছ ই তাবরিজ রায়হান, সাংবাদিক জহিরুল ইসলাম লিটন, সাংবাদিক অরবিন্দ পাল, আহসান মাহমুদ কাদের, হান্নান আল আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, “সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার উপর একটি বড় ধরনের আঘাত। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে। বক্তারা হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত সারাদেশে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর