অমিত চৌধুরী ঈশ্বরদী প্রতিনিধি:
তারুণ্য সেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টামন্ডলী, সদস্যবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে পিয়ারাখালী,জামতলা এলাকার মিটিং সম্পন্ন হয়েছে। মিটিং আলোচিত বিষয় সমূহগুলো হলো – সাড়ে নয় ফিট বা তার অধিক চওড়া রাস্তা সম্প্রসারণ যাতে করে বিপদে আপদে এম্বুলেন্স বা ফায়ারসার্ভিস এর গাড়ি আসতে পারে। এছাড়াও রাস্তা চওড়া করার জন্য যতটুকু জমির প্রয়োজন ছিলো তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন এর আকুল আবেদনে এলাকাবাসী সেচ্ছায় নিজ জমি ছেড়ে দেওয়ার আগ্রহ পোষণ করেছে। তাছাড়া নিজ এলাকায় এই সংগঠন অনেক চমক ধরানোর মত কাজ করেছে ইতিমধ্যে।যা সত্যিই অবাক করার মতো। তাদের উদ্যোগ আরো সফল করতে এভাবেই চলছে তাদের কার্যক্রম।