শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

ই-পেপার

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোনাতলায় বিজয় মিছিল ও আলোকচিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সোনাতলা উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোনাতলা উপজেলা শহরে এক বিশাল বিজয় মিছিল ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ছাত্রশিবির সোনাতলা উপজেলা সভাপতি লাবিবুল হাসান নাজিম এবং সেক্রেটারি পিয়াস মিঞা-এর নেতৃত্বে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে এসে শেষ হয়।
গণমিছিলে অংশগ্রহণ করেন সোনাতলা উপজেলা ২৪-এর ছাত্র আন্দোলনের সামনের সারির নেতা, সোনাতলা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলবার আকন্দ, সাবেক সভাপতি আব্দুল মতিন সরকার, এবং আরও অনেক সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্র-জনতা।
গণমিছিল শেষে সোনাতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে বাদ মাগরিব অনুষ্ঠিত হয় এক অনন্য আয়োজনে— আলোকচিত্র প্রদর্শনী। এতে জাতির ইতিহাসের এক নির্মম অধ্যায়, জুলাই গণহত্যা-র ভয়াবহ চিত্র ও ঘটনাবলি তুলে ধরা হয়। এই প্রদর্শনী উপস্থিত ছাত্র-জনতার মনে গভীর দাগ কাটে এবং ইতিহাসের নির্মমতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে।
সাবেক উপজেলা সভাপতি আব্দুল মতিন সরকার বলেন,
 “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময়ই সত্য ও ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বর্তমান শিবিরের নেতৃবৃন্দ পূর্বসূরিদের আদর্শকে ধারণ করে দুর্দিনেও যেভাবে সংগঠনকে ধরে রেখেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা আশাবাদী— এ প্রজন্মের নেতৃত্ব ছাত্রসমাজকে সত্য-সুন্দরের পথে এগিয়ে নিতে সক্ষম হবে।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাতলা উপজেলা শাখার এ আয়োজন ছাত্র ও যুব সমাজের মধ্যে ইতিহাসচেতনা জাগাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মত প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর