মানিকগঞ্জের দৌলতপুরে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে সমেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় বিএনপি কর্তৃক আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হয়। শনিবার (২ আগস্ট) বিকাল ৪ টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বিএনপির ভেতরে অনেক হাইব্রিড নেতা জন্ম নিয়েছে। এদের কেউ কেউ অপকর্ম করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করছে। হাইব্রিড’ নেতাদের চিহ্নিত করে দল থেকে বের করে দেওয়ার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিক মিয়া, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া এবং জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।