শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

ই-পেপার

জোড়গাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ

বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাটি অনুষ্ঠিত হয় স্থানীয় ৮নং ওয়ার্ড বনাম ৪নং ওয়ার্ড দলের মধ্যে। সমানতালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় জয়ী হয় ৮নং ওয়ার্ড দল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জনাব রায়হানুল ইসলাম সুমন।
প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জননেতা এবিএম মাজেদুর রহমান জুয়েল, ব্যবস্থাপনা পরিচালক – ইসলামী হাসপাতাল, বগুড়া এবং সাবেক সেক্রেটারি – বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া শহর শাখা।
তিনি ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন।
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সোনাতলা উপজেলার কৃতি সন্তান এবং বর্তমানে পাবনা সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব নাহারুল ইসলাম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ সোনাতলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বীর মুক্তিযোদ্ধা জনাব এনামুল হক মন্ডল উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জনাব শেখ শাকিল সোনাতলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব আব্দুর রাজ্জাক উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সহ-সেক্রেটারি জনাব হাবিবুর রহমান খেলার ধারাভাষ্য প্রদান করেন মোকামতলা থেকে আগত জনপ্রিয় ভাষ্যকার জনাব মুসা, যিনি তাঁর বর্ণনায় দর্শকদের মনোযোগ আকর্ষণ করেন।
পুরস্কার বিতরণে:
বিজয়ী দলকে প্রদান করা হয় একটি খাসি, এবং রানারআপ দল পায় একটি রাজহাঁস। খেলা ঘিরে ছিল প্রাণবন্ত পরিবেশ এবং স্থানীয় দর্শকদের উচ্ছ্বাস।
আয়োজকদের বক্তব্য অনুযায়ী, খেলাধুলা যুবসমাজকে গঠনমূলক পথে পরিচালিত করে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর