শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে ইটার্নাল ইলিউম আল ইসলামীয়া গ্লোবাল ইনস্টিটিউট মাদ্রাসায় সবক প্রদান

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ

মাত্র চার মাস আগে কোমলমতী শিক্ষার্থীদের জেনারেল ও ধর্মীও শিক্ষায় শিক্ষিত করার দৃড় প্রত্যয় নিয়ে যশোরের অভয়নগরে প্রতিষ্ঠিত হয় ইটার্নাল ইলিউম আল ইসলামীয়া গ্লোবাল ইনস্টিটিউট। এখানে কওমী বিভাগের, হেফজ ও মিজান জাময়াত এবং জেনারেল বিভাগে প্লে থেকে এসএসসি পর্যন্ত একসাথে পড়ালেখা করা সুবিধা পাচ্ছেন শিক্ষার্থীরা। এরই ধাবাহিকতায় ইটার্নাল ইলিউম আল ইসলামীয়া গেøাবাল ইনস্টিটিউট এর উদ্যোগে হিফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বুইকারা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাদ্রাসা মিলনায়তনে এ সবক প্রদান ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা দেলাওয়ার হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া পীরবাড়ি শাহি মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম হুসাইনী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও হিফজ বিভাগের প্রধান মাওলানা ইসমাঈল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সওতুল কোরআন মহিলা মাদ্রাসার মোহতামিম মুফতি বদরুজ্জামান রফিকী, নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাসানুর রহমান, কোটা সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমান। এর আগে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি বিশেষ সংগীত পরিবেশন করা হয়। শুধু তাই নয়, শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে এ প্লাসপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়া নিয়মিত জামায়াতে নামাজ আদায় করার পুরস্কারও পান দুজন শিক্ষার্থী।  পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর