বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৫ই আগস্ট কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অভয়নগরে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আজ ২ই আগস্ট শনিবার নওয়াপাড়া ইনস্টিটিউট হল রুমে অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ প্রস্তুতি সভায় অনুষ্ঠিত হয়েছে।যৌথ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভয়নগর থানা ও পৌর বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।