কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিছিয়ে পড়া গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ‘নবদৃষ্টি ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থা এ কার্যক্রমটি বাস্তবায়ন করছে।
আজ শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার সুখিয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বিল্লাল হোসেন উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন
নবদৃষ্টি ফাউন্ডেশনের সদস্য সবুজ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, পুলেরঘাট পিজি মেডিকেল সেন্টারের পরিচালক ডা. জিয়া উদ্দিন টিটু, জেলা সরকারি গ্রন্থাগারের সহকারি পরিচালক আজিজুল হক সুমন, ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এস.এম রায়হান, এডমিন প্রকৌশলী আরিফুল ইসলাম ও নবদৃষ্টি ফাউন্ডেশনের সদস্য আরমান হোসেন প্রমুখ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের প্রত্যেককে একটি করে ফলজ চারা বিতরণ করে নবদৃষ্টি ফাউন্ডেশন।
আয়োজকরা বলেন, প্রত্যন্ত এলাকার নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে এই ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগ্রহী নারীরা মাসব্যাপী সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার এ সেবা নিতে পারবেন। এছাড়াও যারা নিয়মিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন তাদের পরিবারের সচ্ছলতা বিবেচনায় লটারির মাধ্যমে পাঁচজন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে পাকুন্দিয়ার ইউএনও মোঃ বিল্লাল হোসেন বলেন, সমাজে নারীদের অবদান অনেক। পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই। ঘরে বসেও সংসারে সচ্ছলতা আনা সম্ভব। এক্ষেত্রে সেলাই প্রশিক্ষণ হতে পারে একটি অন্যতম মাধ্যম।
তিনি আরও বলেন, একটি ঘরে সেলাই মেশিন থাকলে আর ভালো কাজ জানা থাকলে ভালো উপার্জন করা সম্ভব। তাই সবারই এই সুযোগটা নেয়া উচিত।