আজ (২ আগস্ট, শনিবার) ১১ টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা হলরুমে জুলাই পুনর্জাগরণে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিলাল হোসেন।
এ সময় সমাবেশে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের মায়েরা এবং অভিভাবকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে জাতির গর্ব, ত্যাগ ও সাহসিকতার প্রতীক এই মায়েদের প্রতি সম্মান জানানো হয়।
এসময় বক্তারা বলেন, এই অভিভাবক সমাবেশের মাধ্যমে শুধু ইতিহাসের পুনঃস্মরণ নয়, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ জাগিয়ে তোলারও একটি প্রয়াস চালানো।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও অভিভাবক মহিলারা উপস্থিত ছিলেন।