মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহর-হান্ডিয়াল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ণ

পাবনার চাটমোহর উপজেলা সদর থেকে হান্ডিয়াল-হামকুড়িয়া ১২ কিলোমিটার আঞ্চলিক সড়ক পর্যন্ত সড়কের দ্রুত সংস্কারের দাবিতে চেতনায় হান্ডিয়ার এর উদ্যোগে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের যাতায়াত চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে। এর প্রতিবাদে এলাকাবাসী শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় চেতনায় হান্ডিয়াল এর আহবায়ক কে এম বেলাল হোসেন স্বপনের সভাপতিত্বে চাটমোহর উপজেলার জার্দিস মোড়, নিমাইচড়া, হান্ডিয়াল, বাঘলবাড়ীসহ একযোগে মোট ৯টি পয়েন্টে প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় বক্তারা বলেন, বহুদিন ধরে সংস্কার কাজ শুরু হলেও তা ঝুলে আছে। পড়ে আছে অযতœ অবহেলায়। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, বৃষ্টির জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে ধুলোর কারণে পথচারী ও যানবাহন চলাচল চরম দুর্ভোগে পড়ছে। স্কুল-কলেজ গামী শিক্ষার্থী, রোগী পরিবহন ও সাধারণ যাত্রীদের জন্য সড়কটি বিপজ্জনক হয়ে উঠেছে। ১২ কিলোমিটার সড়কে প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ সংস্কারের কাজ জুলাই ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ এই ৮ মাস সময়সীমা থাকলেও আরো ৮ মাস অতিবাহীত হলেও ১০% কাজ না করেই লাপাত্তা টিকাদার।

মানববন্ধনে বক্ত্যদেন, পাবনা ৩ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলাম, পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য ও পাবনা ৩ এমপি প্রার্থী আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা, চাটমোহর উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, হান্ডিয়াল বিএনপি সাবেক সভাপতি মো: আবু হানিফ, সাবেক সাধারণ সম্পাদক মো: ছহির উদ্দিন স্বপন, জামায়াতে ইসলামীর হান্ডিয়াল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাও: মো: হাবিবুর রহমান, চেতনায় হান্ডিয়ালের সদস্য মানববন্ধনের আহবায়ক সাবেক ব্যাংক কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান কে এম জাকির হোসেন, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক মো: হাবিবুর রহমান, এম এ সামাদ বিএম কলেজের অধ্যক্ষ মো: রেজাউল করিম হেলাল, মুনিয়াদিঘী কৃষি কলেজের পরিচালক মো: রফিকুল ইসলাম রনি, আশরাফুল আলম মাস্টার, সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম বকুল, প্রভাষক নাজিম উদ্দিন, বিএনপি নেতা শহিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সংস্কার কাজ শুরু করার আহ্বান জানান এবং আগামী এক মাসের মধ্যে সড়ক উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, চেতনায় হান্ডিয়াল এর সদস্য প্রভাষক মো: প্রভাষক জাকির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর