সাতক্ষীরা সদরের খড়িবিলায় পূর্ব শত্রুতার জের ধরে আবু সিদ্দিক (৪৬) নামের এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী হয়েত আলীগংদের বিরুদ্ধে।
মারাত্মক আহত আবু সিদ্দিককে রাতেই উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২৯ জুলাই মঙ্গলবার রাত ১১ টা দিকে আবু সিদ্দিকের বাড়ি সংলগ্ন মৎস্য ঘেরে।
লিখিত এজহারে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার খড়িবিলা গ্রামের অমেদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী হয়েত আলী ও খাদিজা বেগমের সাথে জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতা চলছিল একই এলাকার মৃত সৈয়দ আলী সরদারের পুত্র আবু সিদ্দিকের সঙ্গে। এরই জের ধরে গত ২৯ জুলাই মঙ্গলবার আনুমানিক রাত ১১ টার দিয়ে আবু সিদ্দিককে তার বাড়ি সংলগ্ন মৎস্য ঘেরে একা পেয়ে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী হয়েত আলী ও তার স্ত্রী খাদিজাসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে আবু সিদ্দিককে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও কানে কুপাতে থাকে,এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এসময় মারাত্মক আহত আবু সিদ্দিককে এলাকাবাসী উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। মারাত্মক আহত সিদ্দিককের বাম কানে ৩ টা সেলাই ও মাথায় ৪ টা সেলাই দেওয়া হয়েছে।
এ ঘটনায় আহত সিদ্দিকের স্ত্রী মোছাম্মদ রুবিনা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজহার দাখিল করেছে।
এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক জানান,একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।