ময়মনসিংহের নান্দাইল পৌর সভার ৬নং ওয়ার্ড পোড়াবাড়ী গ্রামের মৃত আঃ লতিফের পুত্র রিয়াদ (৩০) কে রাতে গারুয়া গ্রামের নূরুল ইসলাম কমান্ডারের বাড়িতে নির্মমভাবে খুন হয়েছে। জানাগেছে, নিহত রিয়াদের বন্ধু নাদিম মিয়া ও তার পরিবারের সদস্যরা গতকাল মঙ্গলবার (২৯জুলাই) দিবাগত রাতে ব্যক্তিগত দ্বদ্ধে রিয়াদকে নিজ বাড়ি থেকে পাশর্^বর্তী আচারগাঁও ইউনিয়নে গারুয়া গ্রামের নূরুল ইসলামের বাড়িতে নিয়ে নির্মমভাবে কুপিয়ে খুন করে। উক্ত ঘটনার পর থেকে নাদিম মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে জানাগেছে। উল্লেখ্য, নিহত রিয়াদ ও অভিযুক্ত নাদিম পূর্ব পরিচিত বন্ধু ছিল বলে এলাকাবাসীরা জানান। পুলিশ ঘটনাস্থল পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানাগেছে।