গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর উদ্যোগে রবিবার (২৭ জুলাই) সকাল ১১ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাদের সিদ্দিকী, উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নুরু, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, জাসাসের সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, জাসাসের সদর ইউনিয়নের সভাপতি মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।দোয়া ও মোনাজাতে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।বিশেষ দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল বাতেন।