সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় মাছভর্তি গাড়ির ধাক্কায় এক ব্যাক্তি নি*হ*ত, আ*হ*ত ১ জন  বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী বিভিন্ন কিন্ডারগার্ডেন ও মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষিণ সুলতানপুর স: প্রা: বি: ভর্তি দেখিয়ে উপবৃত্তির টাকা দেওয়ার অভিযোগ  পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সেরা সংগঠন সম্মাননা পেল বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (বিএসএসকেপি) চাটমোহরে মাদ্রাসার সুপারকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোর গ্রেফতার ভূঞাপুরে রাতের আধারে কৃষি জমির মাটি কেটে বিক্রি, অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন

ঢাকা উওরায় অনুষ্ঠিত হলো ৭ম এনবিটিএস গ্র্যান্ড মিট-আপ ২০২৫

মোবারক হোসেন রনি, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ

দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের পেশাজীবীদের অন্যতম বৃহৎ মিলনমেলা *৭ম এনবিটিএস অ্যানুয়াল গ্র্যান্ড মিট-আপ ২০২৫* অনুষ্ঠিত হলো রাজধানীর উত্তরায়। আয়োজক ছিল *North Bengal Textile Society (NBTS)* — দেশের উত্তরাঞ্চলভিত্তিক সবচেয়ে বড় পেশাজীবী সংগঠন, যা দীর্ঘদিন ধরে টেক্সটাইল ও পোশাক শিল্পের উন্নয়ন ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এই বহুল প্রতীক্ষিত আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পেশাজীবী, উদ্যোক্তা, গবেষক ও নীতিনির্ধারকরা অংশ নেন এবং শিল্পের ভবিষ্যৎ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সক্রিয়ভাবে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন *মো. রামজান আলী সৈকত*, জেনারেল ম্যানেজার (মার্চেন্ডাইজিং ও মার্কেটিং), চোর্চা (পিআরএন-আরএফএল গ্রুপ) এবং বর্তমান সভাপতি, এনবিটিএস কেন্দ্রীয় কমিটি।

*প্রধান অতিথি* হিসেবে উপস্থিত ছিলেন *ইনামুল হক খান*, বিশিষ্ট শিল্পপতি ও সিনিয়র সহ-সভাপতি, যিনি বাংলাদেশের টেক্সটাইল শিল্পে তাঁর নেতৃত্ব ও অবদানের জন্য সুপরিচিত।

*বিশেষ অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—*

* *মোজাম্মেল হক ভূঁইয়া*, সদস্য – বিজিএমইএ, যুগ্ম সচিব – ফোরাম এবং ব্যবস্থাপনা পরিচালক – মাইশা গ্রুপ
* *প্রকৌশলী মো. শাহজেদুর রহমান*, প্রধান নির্বাহী কর্মকর্তা – বেস্ট ফেব্রিকস কেমিক্যাল, বুটেক্স থেকে স্নাতক
* *এনায়েতুল হক*, ব্যবস্থাপনা পরিচালক – এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড
* *মো. জাহিদুল ইসলাম*, ব্যবস্থাপনা পরিচালক – টেক্সফ্যাব ইন্টারন্যাশনাল
* *মো. নূর-এ-আলম সিদ্দিকী*, হেড অফ প্রোডাকশন – পালমাল গ্রুপ, উপদেষ্টা – এনবিটিএস কেন্দ্রীয় কমিটি
* *জাহাঙ্গীর আলম*, হেড অফ প্ল্যানিং অ্যান্ড প্রোডাকশন – পদ্মা টেক্সটাইল লিমিটেড, পরিচালক – এনবিটিএস একাডেমি, উপদেষ্টা – এনবিটিএস
* *মো. আব্দুল মোমেন জীবন*, ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্রধান – অডিট, প্রিটি গ্রুপ; উপদেষ্টা – এনবিটিএস এবং প্রাক্তন সভাপতি
* *জাহিদুল ইসলাম সুইট*, পরিচালক – মিলিনার ওয়্যার্স অ্যাকসেসরিজ লিমিটেড; সহ-সভাপতি – এনবিটিএস কেন্দ্রীয় কমিটি
* *জহুরুল ইসলাম (জহির)*, ব্যবস্থাপনা পরিচালক – ক্যান্টন ফ্যাশন লিমিটেড; সিনিয়র সহ-সভাপতি – এনবিটিএস কেন্দ্রীয় কমিটি
* *মো. শহিদুল ইসলাম*, ডেপুটি জেনারেল ম্যানেজার – টেরাটেক্স ফ্যাশন লিমিটেড; সহ-সভাপতি – এনবিটিএস কেন্দ্রীয় কমিটি
* এম এ হামিদ লিটন, সহকারী মহাব্যবস্থাপক, ইস্ট ওয়েস্ট
ইন্ডাস্ট্রিয়াল পার্ক।
প্রকৌশলী মো. শাহজেদুর. রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা – বেস্ট ফেব্রিকস কেমিক্যাল, বুটেক্স থেকে স্নাতক

এনায়েতুল হক, ব্যবস্থাপনা পরিচালক – এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড

মো. জাহিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক – টেক্সফ্যাব ইন্টারন্যাশনাল

এ টি এম কামরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, ম্যাক প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেড এবং পরিচালক, বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)।

মো. রাবুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, এনআর টেক্সটাইল সলিউশন।

অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন *মো. আরিফ হোসেন*, মহাসচিব – এনবিটিএস এবং প্রধান নির্বাহী কর্মকর্তা – ফেব্রিক নেটওয়ার্ক সোর্সিং। তাঁর স্পষ্ট বক্তব্য এবং সুসংহত উপস্থাপনায় পুরো অনুষ্ঠান ছিল প্রাণবন্ত এবং ছন্দবদ্ধ।

*দিনব্যাপী এই আয়োজনে অন্তর্ভুক্ত ছিল—*

* প্যানেল আলোচনা: “টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা”
* ইন্টারঅ্যাকটিভ নেটওয়ার্কিং সেশন
* স্ট্র্যাটেজিক পরিকল্পনা ও ভবিষ্যৎ রোডম্যাপ উপস্থাপন
* সাংস্কৃতিক পরিবেশনা ও পারস্পরিক সৌহার্দ্য কার্যক্রম

বক্তারা বলেন, “বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত হলো তৈরি পোশাক ও টেক্সটাইল খাত। দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে এনবিটিএসের মতো প্ল্যাটফর্মগুলো ভবিষ্যৎ পরিবর্তনের রূপরেখা তৈরি করছে।”

তারা আরও বলেন, “এনবিটিএস শুধুমাত্র একটি পেশাগত সংগঠন নয়—এটি একটি পরিবার, যেখানে সহযোগিতা, মেন্টরশিপ এবং দূরদর্শী চিন্তার বিকাশ ঘটে।”

৭ম এনবিটিএস গ্র্যান্ড মিট-আপ ২০২৫ অংশগ্রহণকারী সবার জন্য এক অনুপ্রেরণাদায়ী ও ফলপ্রসূ অভিজ্ঞতা ছিল, যা এনবিটিএসের মূল লক্ষ্য—জ্ঞানভিত্তিক নেতৃত্ব গঠন এবং শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক গড়ার প্রতিশ্রুতি আরও দৃঢ় করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর