মানিকগঞ্জ সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) এর উদ্যোগে গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে মানিকগঞ্জ সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস)।
শনিবার (২৬ জুলাই) বাদ আসর সাবিস মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আব্দুর রাজ্জাক টিপু।
এসময় উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সভাপতি আশিকুর রহমান রাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রমজান মাহমুদ, সাবিসের প্রচার সম্পাদক এ এস এম সাইফুল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাতে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
বিশেষ দোয়া পরিচালনা করেন সাবিসের সাংগঠনিক সম্পাদক আল আমীন সাদি।