সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় মাছভর্তি গাড়ির ধাক্কায় এক ব্যাক্তি নি*হ*ত, আ*হ*ত ১ জন  বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী বিভিন্ন কিন্ডারগার্ডেন ও মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষিণ সুলতানপুর স: প্রা: বি: ভর্তি দেখিয়ে উপবৃত্তির টাকা দেওয়ার অভিযোগ  পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সেরা সংগঠন সম্মাননা পেল বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (বিএসএসকেপি) চাটমোহরে মাদ্রাসার সুপারকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোর গ্রেফতার ভূঞাপুরে রাতের আধারে কৃষি জমির মাটি কেটে বিক্রি, অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন

বীর মুক্তিযোদ্ধা জননেতা শেখ ওহিদুর রহমান আর নেই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, কৃষক-শ্রমিক আন্দোলন ও প্রগতিশীল রাজনীতির অগ্রসেনানী, বীর মুক্তিযোদ্ধা জননেতা শেখ ওহিদুর রহমান আর নেই। আজ শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
শেখ ওহিদুর রহমান ছিলেন পূর্ব বাংলার কমিউনিস্ট বিপ্লবীদের রণাঙ্গনের অন্যতম সংগঠক। তিনি মুক্তিযুদ্ধের সময় ‘পূর্ব বাংলা সমন্বয় কমিটির’ একজন সক্রিয় সদস্য হিসেবে সশস্ত্র প্রতিরোধে অংশ নেন। ছাত্র রাজনীতি দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়—১৯৬৫ সালে তিনি ছাত্র ইউনিয়নের রাজশাহী জেলা কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
তিনি ছিলেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। অবিভক্ত রাজশাহী জেলার কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বাংলাদেশ আখ চাষী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
শেখ ওহিদুর রহমান ১৯৮৬ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করেন। ১৯৮৯ সালে তিনি পার্টির নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং পরবর্তীতে কেন্দ্রীয় কমিটিতে কো-অপ্ট সদস্য হিসেবে যুক্ত হন।
সংসদ সদস্য ও জনপ্রতিনিধি হিসেবেও উজ্জ্বল ভূমিকা
তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি ১৯৯০ সালে আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ১৯৮৩ সালে শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
শেখ ওহিদুর রহমান ১৯৬৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ সালের ২১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন।
জানাজা ও দাফন- শনিবার বাদ এশা নওগাঁ শহরের নওজোয়ান মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং রবিবার (২৭ জুলাই) সকাল ১০টায় তাঁর নিজ বাড়ি আত্রাই উপজেলার রসুলপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জননেতা শেখ ওহিদুর রহমানের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর