কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিস হলরুমে দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ জুলাই, ২০২৫খ্রিস্টাব্দ) অনুষ্ঠিত এ শিবিরে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বার। শিবির অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, বিশেষ অতিথি হিসেবে জেলা কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ মসজিদ মিশন কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা এস. এম. ইউসুফ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সানাউল্লাহ, কটিয়াদি উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজাম্মেল হক জোয়ারদার এবং কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা শফিকুর ইসলাম নূরী, সাবেক উপজেলা আমীর ডাঃ মোঃ সোহরাব উদ্দিন, মাওলানা মোঃ রুহুল আমিন, উপজেলা শূরা সদস্য মাওলানা মিনহাজ উদ্দিন, চন্ডিপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ নুরুল্লাহ আনসারি, পৌর আমীর মাওলানা মোঃ নাজমুল হক, পৌর সেক্রেটারি মোঃ মোজাহিদ ইসলাম, যুব বিভাগ সভাপতি আব্দুল হামিদ, মোঃ জাকারিয়া ও উমর ফারুক (বকুল) প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জান ও মালের বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দান করবেন।” এসময় আলোচকবৃন্দ বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের দাঈ ইল্লাল্লাহ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। জীবনকে দ্বীনের উদ্দেশ্যে নিবেদিত করে সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
উক্ত অনুষ্ঠানে শিবিরের ইউনিয়ন ও পৌর পর্যায়ের মোট ৫০ জন অগ্রসর কর্মী অংশগ্রহণ করেন।