কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আদর্শপাড়া গ্রাম কমিটির সাধারণ সম্পাদক মরহুম মোঃ শরিফুল ইসলামের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে আদর্শপাড়া জামে মসজিদের আয়োজিত এ মাহফিলের মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মোঃ রিয়াজুল করিম খসরু।
প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম, বিশেষ অতিথি পাকুন্দিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুল ইসলাম, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন শাখার আমীর মারফত আলী দুলাল এবং সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও ৮নং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার শরিফুল ইসলাম পেটের অসুস্থতা নিয়ে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন মঙ্গলবার বিকেল ৫টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বক্তারা বলেন, মরহুম শরিফুল ইসলাম ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে সংগঠন অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। বক্তারা তাঁর রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁর জান্নাতবাসের দোয়া করা হয়।