মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি থেকে বঞ্চিত করার সিদ্ধান্তের প্রতিবাদে আটঘরিয়ায় মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ

জুলাই বিপ্লবের বাংলার বৈষম্যের ঠাঁই নাই পঞ্চম শ্রেণি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে আটঘরিয়ায় মানববন্ধন কর্মসূচি ও আটঘরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৪ জুলাই সকাল ১০টায় আটঘরিয়া উপজেলা পরিষদ ও আটঘরিয়া প্রেসক্লাবের সামনে এক শান্তিপূর্ণ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সচেতন নাগরিকরা এ কর্মসূচিতে অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি আটঘরিয়া উপজেলার শাখার সভাপতি আমিরুল ইসলাম, সচিব মিনারা সেলিম, সদস্য সুজন মাহমুদ। পরিচালনায় ছিলেন সাফল্য কিন্ডারগার্টেনের পরিচালক  জাকারিয়া হোসেন।
উপস্থিত ছিলেন সদস্য মোজাম্মেল হোসেন, আনোয়ার হোসেন, হাসিবুল ইসলাম সাগর, মোজাম্মেল হোসেন সহ শিক্ষক / শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, “যে সময়ে কিন্ডারগার্টেন স্কুলগুলো আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করছে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, ঠিক সেই সময় এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত আমাদের হতবাক করেছে।”
তারা আরও বলেন, “সরকারি বিদ্যালয়ের কিছু অযোগ্য কর্মকর্তার প্রভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ তারা জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এটি নিছক ভয় ও ঈর্ষা থেকে উৎসারিত একটি পদক্ষেপ।”
মানববন্ধনে বক্তারা সংবিধানের আলোকে শিক্ষা ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার দাবি জানান এবং বলেন, “শিক্ষা একটি মৌলিক অধিকার, সেখানে কোনো বৈষম্যের স্থান নেই। এই সিদ্ধান্ত যদি বাতিল না করা হয়, তাহলে আমরা উচ্চ আদালতের আশ্রয়সহ প্রয়োজনীয় সব আইনি ও সামাজিক পদক্ষেপ গ্রহণ করবো।”
শেষে বক্তারা আশা প্রকাশ করেন, সরকার শিক্ষাক্ষেত্রে সমতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেবে এবং কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অধিকার ফিরিয়ে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর