বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় প্রাইম ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন জেল থেকে বেরিয়ে ভোমরা সীমান্তে আবারও বেপরোয়া শামীম, বিজিবি সদস্যকে নিয়ে অপপ্রচারে লিপ্ত ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ‎৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত  অভয়নগরে কাঠ-পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লীর কারণে ভয়ংকর হুমকির মুখে পরিবেশ, প্রশ্নবৃদ্ধ প্রশাসন বীরগঞ্জে ভর্তি কাজে রোভার স্কাউটদের সেবামূলক কার্যক্রম ভাঙ্গুড়ায় বিএনপি নেতা মোতালেব হোসেনের সংবাদ সম্মেলন জনগণের পরিবর্তন চাই, আপনাদের জন্য কাজ করে শেষ নি:শ্বাস ত্যাগ করতে চাই- কেএম আনোয়ারুল ইসলাম

পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও আর্থ-সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে হবে – পররাষ্ট্র উপদেষ্টা 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ

দেশের টেকসই উন্নয়নের জন্য সামাজিক শান্তি ও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার (২০ জুলাই) দুপুর ১২টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতিগত ও প্রাকৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ পার্বত্য এই অঞ্চলকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭ বছর পেরিয়ে গেলেও এর পূর্ণ বাস্তবায়ন সময়সাপেক্ষ। তবে সরকার আন্তরিকভাবে এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পার্বত্য চট্টগ্রাম এখনও কিছুটা পিছিয়ে রয়েছে। এ অঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য শিক্ষা ও আর্থ-সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে হবে। সরকার এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করে যাবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, ‘পূর্বে উন্নয়ন বরাদ্দের অধিকাংশ অংশই অবকাঠামো খাতে ব্যয় করা হতো। বর্তমানে সেই নীতি পরিবর্তন করা হয়েছে। এখন বরাদ্দের ৬০ শতাংশ শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে, ২০ শতাংশ স্বাস্থ্যসহ অন্যান্য খাতে এবং মাত্র ২০ শতাংশ অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, জেলা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে জেলার ৪৮২ জন কৃষক ও নারী উপকারভোগীদের মাঝে ফলদ ও বনজ চারা, গবাদিপশু, সেলাই মেশিন এবং গর্ভবতী ও প্রসূতি মহিলা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় আর্থিক অনুদান বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর