শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে মুক্তিযোদ্ধা সংসদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ

পাবনার চাটমোহরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমান্ড, চাটমোহর, পাবনা-এর উদ্যোগে শনিবার (১৯ জুলাই ২০২৫) চাটমোহর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার আলী সরকার, সহ-সভাপতি (১) (ভারপ্রাপ্ত)এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মুসা নাসের চৌধুরী।

এছাড়া আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য সালেহ আহমেদ সবুজ,প্রমুখ।
সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ইগ্নাসিউস গমেজ (ইনু মাস্টার), কমান্ডার (ভারপ্রাপ্ত)।

ঈদ পূর্ণমিলনী উপলক্ষে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধারা পুরনো স্মৃতিচারণা করেন এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলা কমান্ডের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর